সরকারী মূল্যে ধান বিক্রি করবেন কীভাবে? এখনি জেনেনিন
২০২৩-২৪ খরিফ মরশুমে কুইন্টাল প্রতি ন্যূনতম সহায়ক মূল্য ২১৮৩ টাকায় ধান কিনছে রাজ্য সরকার। কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রে (CPC/MCPC) বিক্রি করলে প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০ টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে।
যদি আপনি সহায়ক মূল্যে ধান বিক্রি করতে আগ্রহী থাকলে আপনাকে প্রথমে রাজ্য সরকারের ধান বিক্রির পোর্টালে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে হবে।
ধান বিক্রি পোর্টালে নধিভুক্ত কৃষক না হলে এখনই epaddy.wb.gov.in পোর্টালের FARMER SELF REGISTRATION মেনুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য এবং ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাস বই, জমির নথি -এর কপি UPLOAD করে আপনার নাম নথিভুক্ত করুন। কোন সমস্যা হলে নিকটবর্তী ধান ক্রয় কেন্দ্রে, খাদ্য ও সরবরাহ পরিদর্শকের অফিসে বা বাংলা সহায়তা কেন্দ্রের সাহায্য নিতে পারবেন।
বিস্তারিত জানতে ধান বিক্রির পোর্টালে দেখুন বা ১৯৬৭/ ১৮০০৩৪৫৫৫০৫ নম্বরে ফোন করুন।
FARMER SELF REGISTRATION click here.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊