দ্বিতীয় টি২০-তে দক্ষিন আফ্রিকার কাছে হারলো ভারত
ভারত-দক্ষিন আফ্রিকা টি২০ সিরিজের (IND vs SA T20 Series ) প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির দাপট। তবে বৃষ্টির কারণে আজ পুরোপুরি ভেস্তে যায়নি ম্যাচ। বৃষ্টির ভ্রুকূটি এড়িয়ে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় টস। দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্করাম টস জিতে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। (IND vs SA)
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। তৃতীয় বলে শূন্য রানে করে ফেরেন জসোয়াল। এদিন ব্যর্থ হন গিলও। তিলক ২৯ রান করে। ম্যাচকে এগিয়ে নিয়ে যায় সূর্য (Surya Kumar Yadav) ও রিঙ্কু (Rinku Singh)। সূর্যর ৫৬ ও রিঙ্কুর ৬৮ এবং জাদেজার ১৯ রানে ভর করে ১৯.৩ ওভারে ১৮০ রানের স্কোর গড়ে ভারত। শুরু হয় বৃষ্টি। ফলে বাকি ইনিংস আর খেলতে পারেনি ভারত। বৃষ্টির পর ১৫ ওভারের হয় দ্বিতীয় ইনিংস। অর্থাৎ ১৫ ওভার খেলার সুযোগ মেলে দক্ষিন আফ্রিকার। ১৫ ওভারে ১৫২ করলেই জয় পাবে দক্ষিন আফ্রিকা (ind vs sa)।
জবাবে ব্যাট করতে নেমে হেনড্রিক ও ম্যাথিউজ। হেনড্রিক করেন ৪৯ ও ম্যাথিউজ করে ১৬। মাক্রাম করে ৩০। ধীরে ধীরে লক্ষ্যে এগিয়ে যেতে থাকে দক্ষিন আফ্রিকা। শেষমেশ মিলার ও ত্রিস্তান ম্যাচকে এগিয়ে নিয়ে যায়। মিলার ১৭ রান করে। ১৩ ওভার ৫ বলেই নিজেদের লক্ষ্য পেড়িয়ে যায় দক্ষিন আফ্রিকা। জয়ের সাথে সাথে সিরিজেও এগিয়ে গেল দক্ষিন আফ্রিকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊