Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউম এর প্রভাব এবার উত্তরবঙ্গেও
অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউম। বাপাটলা থেকে ক্রমাগত নেল্লোর এবং মছলিপত্তনমের দিকে এগোতে শুরু করে মিগজাউম। অন্ধ্রে ঘূর্ণিঝড় আছড়ে পড়লে বাপাটলায় ভয়ঙ্কর গর্জনে ফুঁসতে শুরু করে মিগজাউম। বাপাটলায় যেমন সমুদ্রের (Sea) ভয়ঙ্কর গর্জন শোনা যায়,তেমনি ঝড়ের গতিবেগও বাড়তে শুরু করে। সেই সঙ্গে এক নাগাড়ে বৃষ্টি। সবকিছু মিলিয়ে মঙ্গলবার দুপুরে বাপাটলা থেকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল শুরু হলে, আতঙ্ক শুরু হয় দক্ষিণের এই রাজ্যে।
ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউম এর প্রভাব এবার উত্তরবঙ্গেও। আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর মূলত মেঘলা, এবং ৯ ও ১০ ডিসেম্বর পরিস্কার আকাশ থাকার সম্ভাবনা আছে।
তবে কোচবিহারে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুরদুয়ারে আগামী ৮ ডিসেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
উত্তর দিনাজপুরে আগামী ৬ ও ৭ ডিসেম্বর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টি, এবং ৮ ডিসেম্বর হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউম এর প্রভাব প্রায় সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেই খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊