Book Fair : কোচবিহারে শুরু হলো ২০২৩ এর জেলা বইমেলা

Book Fair


কোচবিহারঃ 

বইয়ের জন্য হাটুন স্লোগান কে সামনে রেখে পদযাত্রার মাধ্যমে কোচবিহারে শুরু হলো ২০২৩ এর জেলা বইমেলা।

উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ অন্যান্য অতিথিরা।

কোচবিহারের বিভিন্ন স্কুল থেকে পদযাত্রায় অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা। চলতি বছর এই প্রথম কোচবিহার আচার্য ব্রজেন্দ্রনাথ শীল মহাবিদ্যালয় অর্থাৎ ABN SEAL কলেজের প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে জেলা বইমেলার।

প্রায় দুশোর বেশি দোকান এবং প্রকাশনী রয়েছে এই মেলাতে। বইমেলাকে কেন্দ্র করে দৈনিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।