Biometric Update for LPG Cylinder: নিজের মোবাইলেই করুন LPG Gas E-KYC, একদম সহজে



কেন্দ্রের তরফে তাদের নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত গ্রাহকদের কেওয়াইসি আপডেটের (LPG Gas e-KYC) কথা বলা হয়েছে। না-হলে মিলবে না সাবসিডির টাকা, এমনটাই জানাযাচ্ছে।




জানাগেছে ই-কেওয়াইসির (LPG Gas e-KYC) এই কাজটি গ্যাস এজেন্সির অফিসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা যাবে। ই-কেওয়াইসি 25 নভেম্বর থেকে সরকারের নির্দেশে শুরু হয়েছিল এবং 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। মনে রাখবেন যে আপনি যদি গ্যাস ভর্তুকি পেতে চান তবে 31 ডিসেম্বরের মধ্যে ই-কেওয়াইসি (LPG Gas e-KYC) করতে হবে।


তবে নিজের মোবাইল থেকেও আপনি ই-কেওয়াইসির (LPG Gas E-KYC) এই কাজটি খুব সহজেই করতে পারবেন।




তবে চাইলে আপনি এলপিজি সিলিন্ডারের জন্য বায়োমেট্রিক আপডেট (LPG Gas E-KYC) করতে, আপনাকে আপনার নিকটস্থ গ্যাস সংযোগ ডিলারের কাছেও যেতে পারেন। এর জন্য আপনাকে এই নথিগুলি সরবরাহ করতে হবে:


আধার কার্ড
গ্যাস সংযোগের ফটোকপি
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ছাড়াও সাধারণ গ্যাস গ্রাহকদের জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণ বাধ্যতামূলক। বায়োমেট্রিক ই-কেওয়াইসি (LPG Gas E-KYC) 25 নভেম্বর 2023 থেকে শুরু হয়েছে এবং 31 ডিসেম্বর 2023 পর্যন্ত ই-কেওয়াইসি (LPG Gas e-KYC) করা যাবে।




আর আপনি যদি অনলাইনে বায়োমেট্রিক ই-কেওয়াইসি (LPG Gas E-KYC) করতে চান তাহলে নীচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করে আপনার এলপিজি বায়োমেট্রিক ই-কেওয়াইসি (LPG Gas E-KYC) করে নিতে পারেন।


ফোনে www.mylpg.in ওয়েবসাইট খুলুন।
যে কোম্পানি থেকে আপনি সিলিন্ডার কিনেছেন সেই কোম্পানির ফটোতে ক্লিক করুন।
এরপর আপনার নির্দিশট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে KYC বোতামে ক্লিক করুন।
এখানে আপনার মোবাইল নাম্বার অথবা LPG ID এবং ক্যাপচা দিয়ে সাবমিট করুন। এরপর Aadhaar OTP দিয়ে সাবমিট করুন।