মাধ্যমিকের গণিতে বড় বদল!

Math



মাধ্যমিকের গণিতে প্রশ্নে আসছে বড় বদল। আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার মাধ্যমিক পরীক্ষায় আলাদা করে নয় প্রশ্নের সাথেই থাকতে চলেছে গ্রাফ পেপার এমনটাই খবর।



গত বছর বহু পরীক্ষা কেন্দ্রে গ্রাফ পেপার পায়নি পরীক্ষার্থীরা। ফলে পরীক্ষার্থীদের অসুবিধার মুখে পড়তে হয়। বাধ্য হয়ে সাদা খাতাতেই গ্রাফ করার কথা বলা হয়। গত বছরের সেই ভুলের শিক্ষা থেকেই এবার এহেন পদক্ষেপ বলে খবর।



মাধ্যমিকে সরাসরি লেখচিত্র না থাকলেও রাশি বিজ্ঞানের অংশে ওজাইভের ক্ষেত্রে গ্রাফ আবশ্যক। ওই একটা প্রশ্নেই নির্ধারিত নম্বর ৪। ফলে পরীক্ষার্থীদের পরীক্ষার সময় গ্রাফ পেপার না থাকলে যে বেশ সমস্যা হবে তা স্বাভাবিক। তাই প্রশ্নের সাথে গ্রাফ পেপার কথা চিন্তা করেছে বোর্ড।



মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘যারা ওই গ্রাফ পেপার ব্যবহার করে অঙ্কের উত্তর লিখতে চাইবে, তারা গ্রাফ পেপার প্রশ্ন থেকে ছিঁড়ে নেবে। গ্রাফ পেপারে কাজ করে তা উত্তরপত্রের সঙ্গে আটকে দেবে।’’



অনেকের মতে পর্ষদের এই সিদ্ধান্ত যথেষ্ট উপকারের। এতে করে আলাদা করে গ্রাফ পেপার সেন্টারে পৌঁছালো কিনা তা নিয়ে যেমন চাপ নেই তেমনিই সুনিশ্চিতভাবে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে গ্রাফ পেপার পৌঁছে যাচ্ছে প্রয়ওজন হলে কাজ করবে না হলে করবে না।