প্রথমবার U19 এশিয়া কাপ জিতে ইতিহাস গড়লো বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে (U19 Asia Cup) সংযুক্ত আরব আমিরশাহিকে ১৯৫ রানে গুঁড়িয়ে প্রথমবার কাপ জয় বাংলাদেশের। ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান শিবলি। তিনিই এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup ) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
টসে জিতে প্রথম ফিল্ড করার সিদ্ধান্ত নেয় আরব আমিরশাহি। প্রথম ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেটে ২৮২ রান তোলে। ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ওপেনার আশিকুর। ৬০ রান করেন মহম্মদ রিজওয়ান। ৪০ বলে ৫০ রান করেন আরিফুল ইসলাম। আর শেষের দিকে ১১ বলে অপরাজিত ২১ রান করেন ক্যাপ্টেন মাহফুজুর রহমান রাব্বি।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের কাছে কার্যত যবুথবু অবস্থা হয় আরব আমিরশাহির। একের পর এক উইকেট হারাতে থাকে তাঁরা। শেষমেশ ২৪.৫ ওভারে ৮৭ রানেই অল-আউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহি। সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব পরাশর। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মারুফ মৃধা এবং রহনতদৌল্লা বর্সন। দুটি উইকেট পান শেখ পারভেজ জীবন ও ইকবাল।
জয়ের পরে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊