Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাজায় সাধারন মানুষের ওপর হানা ও গনহত্যার প্রতিবাদে পথে নামলো SUCI

গাজায় সাধারন মানুষের ওপর হানা ও গনহত্যার প্রতিবাদে পথে নামলো SUCI

SUCI


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

প্যালেস্টাইনের গাজায় সাধারণ মানুষের উপর ইজরাইলের হানা ও গনহত‍্যার বিরুদ্ধে এবং ভারত সরকারের মার্কিন ইজরায়েলপন্থী অবস্থানের প্রতিবাদে বর্ধমান কার্জন গেটের সামনে ধিক্কার সমাবেশ এস ইউ সি আই কমিউনিষ্ট পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে।


এদিন তারা ইসরাইলের প্রেসিডেন্ট নেতাং হুংয়ের কুশপুতলিকা দাহ করে কার্জনগেটের সামনে বিক্ষোভ সমাবেশে বলেন প্যালেস্টাইনের ইজরাইলে গনহত‍্যা চালিয়েছে। এখনও পর্যন্ত খবর অনুযায়ী ১০হাজার মানুষ মারা গেছে তারমধ‍্যে চার হাজার শিশুর মৃত্যু হয়েছে,আর একলক্ষ‍্য মানুষ দেশ ছেরে পালিয়ে গেছে,।



এদিন তারা আরো বলেন গাজায় নীরিহ প‍্যালেস্টাইনে জনগনের উপর ইজরায়েল হানাদারি বন্ধ না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code