নাজিরহাট বাজারে জালনোট সহ এক ব্যক্তিকে আটক করল STF
দিনহাটা:
নাজিরহাট বাজারে জালনোট সহ এক ব্যক্তিকে আটক করল STF, ঘটনায় শোরগোল।
বৃহস্পতিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন গতকাল সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাজিরহাট বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে নাজির হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করে STF, এবং সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় সর্বমোট এক লক্ষ 14 হাজার 500 টাকার জালনোট। গতকাল রাতেই STF ওই ব্যক্তিকে জাল নোটসহ সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গিয়েছে নাজির হোসেন নামের ওই ব্যাক্তির বাড়ি নাজিরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দীঘলটারী এলাকায়। প্রসঙ্গত দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু লোক আগ্নেয়াস্ত্র কখনো জালনোট এবং চোরাকারবারির ঘটনার সঙ্গে বারংবার জড়িয়ে পরে। এমনকি সেইসব লোক কখনো বিএসএফ কখনো পুলিশের হাতে ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পরেও বর্তমান সময়ও বেশ কিছু লোক এখনো সেই সব কাজের সঙ্গেই জড়িত রয়েছে।
তবে সাহেবগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় সেই সব লোকেদের বিরুদ্ধে অভিযান লাগাতার চালানো হচ্ছে। যদিও জালনোট সহ গ্রেফতার ব্যাক্তির স্ত্রী জানান তার স্বামী ওইসব কাজের সঙ্গে যুক্ত নয়, তাদের শত্রুরা মিথ্যে অভিযোগ দিয়ে ধরিয়ে দিয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊