রাস্তার পাশে থাকা দোকান উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য

Road Shop


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

রাস্তার পাশে থাকা দোকান উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো শহর বর্ধমানে। বিকল্গ জায়গার আবেদন জেলা প্রশাসনের কাছে।



পুর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট চত্তর এলাকায় শুরু হলো পাইপ লাইনের কাজ। পাইপ লাইনের কাজ শুরু হওয়ার ফলে চূড়ান্ত ক্ষতির সম্মুখীন রাস্তার দু'পাশের ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা। বিগত কয়েকদিন আগেই নোটিশ জারি হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে।বলা হয়েছে রাস্তার দুই পাশে থাকা গুমটি ও দোকান সরিয়ে ফেলতে হবে। মঙ্গলবার অবশেষে শুরু হল পাইপ লাইনের কাজ।



স্থানীয় খবরের কাগজ বিক্রেতা পরেশ দাস জানিয়েছেন, বিগত ৮০ সাল থেকে খবরের কাগজ বিক্রি করি, যখন ৪০ পয়সায় আনন্দবাজার ৩৮ পয়সায় যুগান্তর কাগজ পাওয়া যেত তখন থেকে। হঠাৎ জেলাশাসকের অর্ডার গুমটি সরিয়ে নিতে হবে যার ফলে আমরা খুবই চিন্তিত। আমাদের জায়গা দেওয়া হোক , অনুরোধ আমাদের একটা করে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সংসার সাথে মেয়ের পড়াশোনা স্ত্রীর চিকিৎসা সবই চলতো ছোট্ট এই গুমটি থেকে। পাইপ লাইনের কাজের জন্য গুমটি বন্ধ, এখন কি করবো কোথায় যাব কিছু বুঝতে পারছিনা।