IPL শুরুর আগে সুখবর! KKR-এ ফিরছেন গৌতম গম্ভীর
আইপিএল ২০২৪-র আগে বড় সুখবর কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের জন্য। কেকেআরে ফিরছেন কেকেআরের সবথেকে সফল গৌতম গম্ভীর। একদা তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দুটি খেতাব জিতেছিল। আর এবার কেকেআরে ফের শুরু 'গম্ভীর' যুগ। এমনটাই খবর।
কেকেআর কে নেতৃত্ব দিয়ে খেতাব জয় করেছেন গৌতম গম্ভীরের কেকেআর। তবে এবার অধিনায়ক নয় এবার তিনি অন্য ভূমিকায়। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কামব্যাক করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir )। ইতিমধ্যেই গম্ভীর ট্যুইট করে জানিয়েছেন, 'আমি ফিরে এসেছি। আমি ক্ষুদার্থ। আমি কেকেআর-কে ভালবাসি।'
২০২৪-এর আইপিএলে মেন্টর রুপে কলকাতা নাইট রাইডার্সের অংশ হবেন গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে তিনি জানিয়েছেন, আমি মোটেই আবেগপ্রবণ ব্যক্তি নই। এবং একাধিক বিষয় আমাকে কখনই নড়িয়ে দেয় না। শুরুর জায়গাতেই ক্যামব্যাক আবার। পুরোনো শিবিরে পা রাখতেই উৎফুল্ল গৌতম গম্ভীরের বার্তায় বোঝা যাচ্ছে। গম্ভীর আরও বলেছেন, 'আমি শুধুই কেকেআর-র কাছেই ফিরিনি', এ শহরের রূপ-রস-গন্ধও নিতেও তিনি ফিরে এসেছেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর।
অপরদিকে, শাহরুখ খান জানিয়েছেন, 'গৌতম গম্ভীর বরাবরই কেকেআর ফ্যামিলির অংশ। আমাদের অধিনায়ক এবার মেন্টর রূপে ফিরে এসেছেন।..' আত্মবিশ্বাসী শাহরুখ গম্ভীরের উপস্থিতি কেকেআরকে পোক্ত করবে এমনটাই বার্তা দিয়েছেন শাহরুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊