বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাস থেকে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

Death body rescue


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:-

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক‍্যাম্পাসের লহর থেকে এক অজ্ঞাত পরিচয়ের মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো শহর বর্ধমানে।এই ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।



মঙ্গলবার সকালে গোলাপবাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লহর ‌থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। জানা গেছে মঙ্গলবার সকালে গোলাপবাগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষিরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দক্ষিণ লহোরে একটি মৃত দেহ দেখতে পায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থ্য ছুটে আসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা অন্যান্য নিরাপত্তা কর্মীরা, মৃতদেহ লহোরের জলে ভাসতে দেখে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। 



খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ লহরের দক্ষিণ পাড়ের জল থেকে উদ্ধার করে এক অজ্ঞত পরিচয় মহিলার মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশমর্গে পাঠায়।তবে কোথা থেকে এলো এই মৃতদেহ সেই বিষয়ে উঠছে প্রশ্ন।এটা আত্মহত্যা,না খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র বলেন লহরে একটি মৃতদেহ পাওয়া গেছে জানতে পেরে থানায় খবর দেওয়া হয়েছে।তবে এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র।