NIOS DELED Case Update: NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীদের সামনে বড় প্রশ্ন

NIOS



NIOS থেকে D.EL.ED করা চাকরিরত শিক্ষকদের সুপ্রিম জয় এলেও NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা খেয়েছেন।


গত ২৮ নভেম্বর সুপ্রিম কোর্ট 14 সেপ্টেম্বর 2022 তারিখে উত্তরাখণ্ড হাইকোর্টের গৃহীত রায় এবং আদেশটি বাতিল করেছে, এর ফলে NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের বাইরে চলে যাবে। সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছে 18 মাসের NIOS থেকে D.EL.ED এবং 2 বছরের D.EL.ED সমতুল্য নয়। তবে এই রায়ের বিপক্ষে আপিল করা যাবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।


সুপ্রিম কোর্টের NIOS DELED রায় সম্পর্কে যা জানা যাচ্ছে, তা হল-
● NIOS থেকে DELED করে ইতিমধ্যে যারা চাকরি পেয়ে গেছেন, তাদের সমস্যা নেই।
● তবে NIOS থেকে DELED করা শিক্ষার্থীরা শিক্ষকপদে নিয়োগের জন্য অযোগ্য।
● অর্থাৎ প্রাথমিকের শিক্ষকপদের চাকরি শুধুমাত্র DELED করা প্রার্থীরাই পাবেন।


এই নির্দেশের পরেই চিন্তা বেড়েছে এই রাজ্যের NIOS DELED করা চাকরি প্রার্থীদের। কারন চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অংশ গ্রহণ করেছিলেন TET পাস NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীরা। যার ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। জানা যাচ্ছে 3 হাজারের মত চাকরি প্রার্থী চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টার্ভিউ দিয়েছেন। তবে সাড়ে এগারো হাজারেরও বেশি এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আদালত এই নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে।


NIOS এর D.EL.ED নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবার এই সমস্ত TET পাস NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীদের উপর পরে কিনা তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কি সুযোগ পাবেন এরাজ্যের NIOS থেকে D.EL.ED করা চাকরি প্রার্থীরা !