Dearness Allowance: সরকারী কর্মচারীদের ডিএ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Dearness Allowance



বকেয়া DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা? রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারী কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বিধানসভায় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।


বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে ইতিমধ্যে একাধিক সরকারি কর্মচারী সংগঠন আন্দোলন চালাচ্ছে। আজ এই ডিএ নিয়ে বিধানসভায় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


মুখ্যমন্ত্রী বলেন, 'ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক বিষয়। বাংলা একমাত্র রাজ্য যারা অবসরকালীন ভাতা দেয়। কারও রাজ্য সরকারের কাজে আপত্তি থাকলে কেন্দ্রীয় সরকারের কাজে যোগ দিন। আমরা তো আটকে রাখিনি। আমরা ৪০-৪৫ দিন ছুটি দিই। কেন্দ্র তিন থেকে চার দিন ছুটি দেয়। কেন্দ্রীয় সরকারের থেকে বেশি ছুটি দিই আমরা। এগুলো সব মাথায় রাখবেন। আমরা দশ বছরে একবার বিদেশ যাওয়ার ব্যবস্থাও করেছি।'


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'বামেদের সময়কার ঋণ মেটাতে গিয়েই সব টাকা চলে যাচ্ছে। বামেদের জন্যই এই সমস্যা। ওদের দেনা শোধ করে যেতে হচ্ছে। ২০১৯ সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়ে ৯০ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছি। ধাপে ধাপে ১ লক্ষ ৬৬ হাজার ৮৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ষষ্ঠ পে কমিশনের সুপারিশ কার্যকর করতে গিয়ে ২ লক্ষ ৫২ হাজার কোটি খরচ হয়েছে। ডিএ দেওয়া এখন সম্ভব নয়। মনে রাখবেন DA দেওয়া বাধ্যতামূলক নয়, কেবল অপশন মাত্র। মনে রাখবেন রাজ্য সরকারি কর্মীরা বছরে বাড়তি ছুটি পান। এমনকি বিদেশে যাওয়ারও সুযোগ আছে।'