আবারো পরিযায়ী শ্রমিকের মৃত্যু মানিকচকে 

Migrant worker death



ফের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু হল মানিকচকের এক যুবকের।ঘটনার জেরে রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচকের নুরপুর অঞ্চলের অন্তর্গত নতুনটোলা এলাকায়।



মৃত শ্রমিকের নাম মোহাম্মদ মোস্তফা(২৪)। পরিবারের রয়েছে বৃদ্ধ বাবা, মা এবং দুই বোন।পরিবারের একমাত্র রোজগারকারী ছিলেন মোস্তফা।


স্থানীয় সূত্রে জানা গেছে,পরিবারের সদস্যদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে বিগত এক মাস আগে ভিন রাজ্য অর্থাৎ পাটনায় যান ওই যুবক।সেখানে ব্রিজ নির্মাণের কাজে যুক্ত ছিলেন মোস্তফা। আরো জানা গেছে, বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মোস্তফা। তার সঙ্গীরা তাকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পাটনা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার মৃত্যু হয় মুস্তাফার। 



ফোন মারফত খবর পেয়ে পাটনায় ছুটে যান পরিবারের লোকজনেরা। নিথর মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার লোকজন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে নতুনটোলা এলাকা জুড়ে। পরিবারের একমাত্র রোজকারীর মৃত্যুতে অথৈয় জলে গোটা পরিবার। যেকোন সরকারি এবং বেসরকারি সাহায্যের দাবি তোলেন স্থানীয় লোকজন।