ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শাবক সহ তিনটি হাতির

Elephant Death


ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শাবক সহ তিনটি হাতির। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়ায়। শিলিগুড়িগামী মালগাড়ির ধাক্কায় হাতিগুলির মৃত্যু হয়েছে বলে খবর।



জানা গিয়েছে, এদিন সকাল ৭টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের গভীর জঙ্গলে রাজাভাতখাওয়ার শিকারী গেট এলাকায়। রাজাভাতখাওয়ার শিকারী গেট পেরিয়ে ট্রেনটি কালচিনির দিকে যাচ্ছিল। সেই সময় রেল লাইন পারাপার করছিল একটি হাতি পূর্ণবয়স্ক হাতি ও দুটি হাতির শাবক। মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির।



এদিকে হাতি মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের ডিএফডি ওয়েস্ট পারভীন কাশোয়ান। আসেন রেলের আধিকারিকরাও। দুর্ঘটনার পর থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘাতক ট্রেনটি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে। সেখানে বনদপ্তরে আধিকারিকরা রেলের চালককে জিজ্ঞাসাবাদ করেন। দুর্ঘটনার সময় ট্রেনটি দ্রুত গতিতে চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় দুটি হাতির মৃতদেহ রেল লাইনের দুদিকে পড়ে থাকলেও একটি বাচ্চা হাতির দেহ রেল ট্রাকেই থেকে যায়। ট্রেনের ধাক্কায় ফের হাতি মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন বনদপ্তর।