বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে কারা?

ODI World Cup final


বিশ্বকাপের (ODI World Cup 2023) সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে কারা? রবিবার শেষ ম্যাচ বিশ্বকাপের অর্থাৎ ফাইনাল ম্যাচ। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। আর তার আগে আইসিসির তরফে সেরার দৌড়ে থাকা নয় খেলোয়াড়ের নাম ঘোষনা করলো আইসিসি। এই নয়জনের মধ্যে একজনকে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে।



আইসিসির তরফে প্রকাশিত সেই তালিকায় শীর্ষেই রয়েছেন বিরাট কোহলি। ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে ওডিআই ক্রিকেটে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক এখন বিরাট। এই বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকের পাশাপাশি, সর্বোচ্চ উইকেটশিকারিও ভারতীয়। সর্বোচ্চ রান শিকারী এপর্যন্ত বিরাট তেমনই সর্বোচ্চ উইকেটশিকারি শামি। তিনিও রয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে। রয়েছেন বুমরাহও। নিজের নির্ভীক ব্যাটিংয়ে বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেরই মন জয় করে নেওয়া ভারতের অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন তালিকায়। ভারতীয় দলের চার তারকার পাশাপাশি রবিবাসরীয় ফাইনালে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জাম্পাও রয়েছেন এই তালিকায়।



নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে চার শতরান করা কুইন্টন ডি'কক রয়েছেন সেরার দৌড়ে। রয়েছেন নিজের প্রথম বিশ্বকাপেই তাক লাগিয়ে দেওয়া রচিন রবীন্দ্রও। রয়েছেন রচিনের সতীর্থ ডারিল মিচেলও। সমর্থকরা শেষমেষ কাকে দেয় ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরষ্কার সেটাই এখন দেখার। গোটা ক্রিকেট বিশ্ব তাঁকিয়ে সেদিকেই।