IPL 2024: কোন দল কাদের রাখলো আর কাদের ছাড়লো? রইল পুরো তালিকা
IPL 2024-এর নিলামের জন্য প্রস্তুত ১০ ফ্র্যাঞ্চাইজি। নিলাম-যুদ্ধের আগে প্রকাশিত হল ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা। চলুন দেখে নেওয়া যাক একনজরে:
দিল্লি ক্যাপিলটালস
রয়ে গেলেন- ঋষভ পন্থ, প্রবীণ দুবে, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, অক্ষর পটেল, ইশান্ত শর্মা, মুকেশ কুমার
ছাড়া হল - মণীশ পাণ্ডে, আমন খান, প্রিয়ম গর্গ, মুস্তাফিজুর রহমান-সহ আরও কয়েকজন
রাজস্থান রয়্যালস
রয়ে গেলেন- সঞ্জু স্যামসন, জশ বাটলার, যশস্বী জয়সওয়াল, আর অশ্বিন, নবদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহ্বাল ও অ্যাডাম জাম্পা
ছাড়া হল- জো রুট, জেসন হোল্ডার
পাঞ্জাব কিংস
রয়ে গেলেন- শিখর ধাওয়ান, ম্যাথু শর্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, অর্শদীপ সিং, নাথান এলিস, স্যাম কুরান, শিবম সিংহ
ছাড়া হল- শাহরুখ খান, ভানুকা রাজাপক্ষে
চেন্নাই সুপার কিংস
রয়ে গেলেন- এমএস ধোনি, মইন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, শিবম দুবে, ঋতুরাজ গায়কোয়াড, রবীন্দ্র জাদেজা, অজিঙ্কে রাহানে
ছাড়া হল- বেন স্টোকস, আম্বাতি রায়ডু, আকাশ সিং
কলকাতা নাইট রাইডার্স
রয়ে গেলেন- নীতিশ রানা, রিঙ্কু সিং, রহমানুল্লা গুরবাজ, শ্রেয়স আইয়ার, জেসন রয়, সুনীল নারাইন, অ্যান্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী
ছাড়া হল- শাকিব আল হাসান, লিটন দাস, মনদীপ সিং, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি
সাইনারইজার্স হায়দরাবাদ
রয়ে গেলেন- এইডেন ম্যাকরাম, ময়ঙ্ক আগরওয়াল, উপেন্দ্র সিং যাদব, অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার
ছাড়া হল- আদিল রশিদ, হ্যারি ব্রুক, কার্তিক ত্যাগী
লখনৌ সুপার জায়ান্টস
রয়ে গেলেন- কে এল রাহুল, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, রবি বিষ্ণৈ, নবীন উল হক, ক্রুনাল পাণ্ড্য, অমিত মিশ্র
ছাড়া হল- জয়দেব উনাদকাট, করন শর্মা, করুণ নায়ার
গুজরাত টাইটান্স
রয়ে গেলেন- হার্দিক পাণ্ড্য, ডেভিড মিলার, শুভমন গিল, ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, মহম্মদ সামি, রশিদ খান, মোহিত শর্মা
ছাড়া হল- দাসুন শনকা, যশ দয়াল
মুম্বই ইন্ডিয়ান্স
রয়ে গেলেন- রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, এন তিলক বর্মা, টিম ডেভিড, অর্জুন তেণ্ডুলকর, ক্যামেরন গ্রিন, যশপ্রীত বুমরা, পীযূশ চাওলা
ছাড়া হল- মহম্মদ আরশাদ খান, রাঘব গয়াল, জোফ্রা আর্চার, ডুয়ান জনসেন
রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু
রয়ে গেলেন- ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, বিরাট কোহলি, আকাশ দীপ, মহম্মদ সিরাজ
ছাড়া হল- হর্ষল পটেল, জশ হ্যাজেলউড, ডেভিড উইলি, অবিনাশ সিং, কেদার যাদব
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊