মিড ডে মিলের পাতে ফ্রাইড রাইস মাংস, খুশিতে ডগমগ কচিকাচারা

Mid day meal

তপন বর্মন, দিনহাটা: 


দিনহাটা মহকুমার তিন নং চক্র সম্পদ কেন্দ্রের খোচাবাড়ি ২ নং এ পি বিদ্যালয়ের মিড মিলের পাতে পড়ল ফ্রাইড রাইস মাংস ।শিক্ষকদের উদ্যোগে খুশিতে ডগমগ পড়ুয়ারা।



জেলার একাধিক স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে মাঝে মাঝেই অভিযোগ নজরে আসে। এর মাঝেই কোচবিহার জেলার দিনহাটা মহকুমার অন্তর্গত ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের খোচাবাড়ি দুই নং এপি বিদ্যালয়ে দেখা গেল এক ভিন্ন চিত্র।পড়ুয়াদের খাবার পাতে ফ্রাইড রাইস মাংস,চাটনি ,রসগোল্লা।

Mid day meal



যেখানে মিড ডে মিলের ছাত্র পিছু বরাদ্দ অনেক কম সেখানে বিদ্যালয় শিক্ষক মহাশয়দের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।



বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কাছে জানতে চাওয়া হলে তারা জানায় প্রায়শই তাদের এভাবে খাওয়ানো হয়ে থাকে। এদিন প্রায় একশোর কাছাকাছি ছাত্র ছাত্রী মিড ডে মিলে খেয়েছিল বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী স্বাস্থ্যবিধিও মেনে অ্যাপ্রন, মাথায় টুপি পড়ে রান্না করতে দেখা যায় মিড ডে মিলের (Mid Day Meal) রাঁধুনিদের। এক খুদের কথায়, “আজকে আমরা ফ্রাইড রাইস মাংস ভাত মিস্টি চাটনি দিয়ে পেট ভরে খেলাম।খুব ভালো লাগলো।"

Mid day meal



প্রসঙ্গত গত জানুয়ারি ২০২৩ থেকে চার মাস মিড ডে মিলে এক্সট্রা নিউট্রেশনের জন্য টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়া পিছু অতিরিক্ত টাকাও বরাদ্দ করা হয়েছিল এই বাজেটে। এই সময় ছাত্র ছাত্রীদের মাংস-ভাতের সাথে বিভিন্ন ফল বিতরণ করতে দেখা গেছিল। সেই সময়সীমা পার হওয়ার পরেও ধারাবাহিক ভাবে খোচাবাড়ি দুই নং এপি বিদ্যালয়ে মিড ডে মিলে নতুন নতুন মেনু রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাঁধুনিরা। 


এ বিষয়ে খোচাবাড়ি এপি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃন্ময় সরকার জানান " আমাদের বিদ্যালয়ে মাঝে মধ্যেই এরকম মেনু রাখার চেষ্টা করি । এতে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।"



এ বিষয়ে দিনহাটা ৩ নং চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শক দিবাকর দেবনাথের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান " খুবই ভাল উদ্যোগ! আমারও আজ এই বিদ্যালয়ে যাবার কথা ছিল। এই চক্রের প্রতিটি বিদ্যালয় এরকম সদর্থক ভূমিকা গ্রহণ করুক এই আবেদন সবসময়ই করা হয়। খোচাবাড়ি ২ নং এপি বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের সাধুবাদ জানাচ্ছি।"