মালদহে বেহাল নিকাশি! প্রতিবাদে সরব বাসিন্দারা, কটাক্ষ বিজেপির, সাফাই তৃণমূলের

Malda


মালদহ:

নামেই মাত্র পৌরসভা। তবে এখনো পর্যন্ত পৌরসভার উন্নয়ন থেকে বঞ্চিত কেন পৌর নাগরিকেরা, উঠছে প্রশ্ন? অভিযোগ এলাকায় উন্নয়ন হলেও হয়নি সঠিক নিকাশি নালার ব্যবস্থা। যার কারণে চরম ভোগান্তির শিকার হতে হয় পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের। এমনই ছবি উঠে এলো মালদহের পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুতঁবাড়ি এলাকায়। 



জানা গেছে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে নিকাশি ব্যবস্থা থেকে বঞ্চিত এলাকার ১৫ টি পরিবার। তাদের অভিযোগ পৌরসভার বাসিন্দা হয়েও যদি বর্তমান যুগে সঠিক নিকাশি ব্যবস্থা থেকে বঞ্চিত থাকতে হয় তাহলে উন্নয়ন কোথায়। এই অভিযোগ তুলে মঙ্গলবার সকালে ভুক্তভোগী ১৫ টি পরিবারের মানুষেরা তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভা ও স্থানীয় তৃণমূলের কাউন্সিলারের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ প্রকাশ করেন। 



স্থানীয় বাসিন্দা রঞ্জন দাস ও শেখ নাসির অভিযোগ, ভোট আসে ভোট যায়। সঠিক ড্রেনেজ ব্যবস্থার জন্য বহুবার পৌর কর্তৃপক্ষকে বলা হয়েছে লিখিত মাধ্যমে। এমনকি স্থানীয় কাউন্সিলরকেও এ বিষয়ে বলা হলেও কোন উদ্যোগ নেননি বলে অভিযোগ। যদিও পরবর্তীতে পৌরসভার তরফে এসে ড্রেনের জন্য শুধু মাফ যোগ করে গেছে তবুও এখনো পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। বিশেষ করে বর্ষার সময় জল জমে অসুবিধার মধ্যে পড়তে হয়। বর্তমানে বাড়ির ব্যবহৃত রান্না ও স্নানের জল গুলো ফেলার ব্যবস্থা নেই। মূল ড্রেনের সাথে সংযোগ করে দিলে সমস্যা দূর হয়ে যাবে তবে তা পৌরসভার তরফে করা হচ্ছে না বলে অভিযোগ। যার কারণে বাধ্য হয়ে রাস্তার উপরে জল ফেলতে হচ্ছে।



এ বিষয়ে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর নির্মল অধিকারী কে ধরা হলে তিনি জানান, ওই এলাকার ১৫টি পরিবারের নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। এ নিয়ে আমি আমাদের পৌর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং খুব শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। 



যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার কাউন্সিলরকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বিজেপি নেতা সুলভ ঘোষ। তিনি বলেন, একজন স্থানীয় জনপ্রতিনিধির দায়িত্ব থাকবে জনগণের সেবা করা অর্থাৎ যে এলাকায় সমস্যা রয়েছে সে সমস্যা দূর করা। তবে এই বেহাল নিকাশি নালা আজকের সমস্যা নয় বহু বছরের। পৌরসভার উচিত সঠিক ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা করার না হলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে।