Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার থেকে শুরু হলো DYFI এর ইনসাফ যাত্রা

কোচবিহার থেকে শুরু হলো DYFI এর ইনসাফ যাত্রা

insaf yatra



DYFI এর ডাকে ৭ই জানুয়ারি ব্রিগেড চলো কর্মসূচি রেখেছেন পায়ে হেঁটে (৬০)দিন। আজ কোচবিহার জেনকিংস স্কুল মোড় থেকে একটি সমাবেশ করে তারা কোচবিহারে পথযাত্রা করে। আগামী ৭ জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেডে সমাবেশ হতে যাচ্ছে , বাংলার যুবদের অধিকার বুঝে নিতে এই ইনসাফ যাত্রা বলে এদিন কোচবিহারে মীনাক্ষি জানিয়েছেন।

এদিন DYFI এর কর্মসূচিতে মূল বক্তা হিসেবে ছিলেন রাজ্যের নেত্রী মিনাক্ষী মুখার্জি । তিনি এই মিছিলে পথযাত্রার সূচনা করেন আজ। তিনি বলেন কাজ ও শিক্ষার দাবিতে ৬০ দিন কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবে মানুষকে সাথে নিয়ে মানুষের দাবি নিয়ে, এবং তারপর ৭ জানুয়ারি ব্রিগেডে সমাবেশ হবে।

এ বিষয়ে মীনাক্ষী মুখার্জি আরও বলেন সমস্ত রাজ্যের মানুষের কাছে আবেদন 'কীভাবে অত্যাচার , প্রতারনা এবং অন্যায় আপনাদের উপর হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে রাস্তায় আসুন ব্রিগেডের মাঠে ৭ জানুয়ারি । শাসক দল যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code