শৈশবের সহজপাঠই এবার এই পুজোর থিম, ৫০ তম বর্ষে পদার্পণ করল নিগমনগর মা কালী সংঘের পুজো
শৈশবের সহজপাঠই এবার এই পুজোর থিম। একেই পূজো মানে ছোটবেলার একরাশ নস্টালজিয়া। তার উপর এই ভাবনা উসকে দিল আরেক শৈশবের গল্প।
৫০ তম বর্ষে পদার্পণ করল নিগমনগর মা কালী সংঘের পুজো। প্রতি বছরই তাদের পুজোয় ভিন্নরকমের ভাবনা থাকে। এই বছরও তাঁর ব্যতিক্রম হল না।
২০২৩ সালে তাদের পুজোর ভাবনায় উঠে এল শিশুদের কথা। ছোটদের সঙ্গে রবীন্দ্রনাথের যে ভাবনাগুলি সম্পৃক্ত, তাই ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায়। তাই এই বছর নিগমনগর মা কালী সংঘের পুজোর থিম ‘সহজপাঠ’।
‘সহজপাঠ’ মানে এখনও শিশুদের কাছে একটা আস্ত শৈশব। যে শৈশবে স্পর্শ রেখেছেন স্বয়ং বিশ্বকবি। তাঁকেও স্মরণ করল এই পুজোর পরিকল্পনা।
মণ্ডপ সজ্জার শুভ উদ্বোধন করলেন নিগম নগর সারস্বত আশ্রমের অধ্যক্ষ স্বামী শ্রীমৎ জগদানন্দ সরস্বতী মহারাজ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊