SSC-র মামলার শুনানি আর হবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে

Abhijit Gangopadhyay


বড় খবর। স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি সংক্রান্ত আর কোনো মামলার শুনানি করবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই পদক্ষেপ বিচারপতির। পুজোর ছুটির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই শুনানি হওয়ার কথা ছিল মামলা গুলির। কিন্তু এদিন এজলাসে বসেই বিচারপতি জানিয়ে দিলেন এসএসসি সংক্রান্ত মামলা গুলির শুনানি আর হবে না।



এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ সি, গ্রুপ ডি, বহু অশিক্ষক কর্মীর চাকরি বাতিলেরও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই সব মামলাই সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি কাছে ফেরত পাঠায় পাশাপাশি স্পেশাল বেঞ্চ গঠন করে শুনানির নির্দেশ দেয় শীর্ষ আদালত। আর তাই এই মামলা গুলো শুনবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।



এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় সন্দীপ প্রসাদ নামে এক চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হন। ২০২১ সালের নভেম্বর মাসে সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সাবিনা ইয়াসমিন নামে এক চাকরিপ্রার্থীর করা মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আবার, অনিন্দিতা বেরা নামে আরেক চাকরিপ্রার্থীর দায়ের করা নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই মামলাও আর শুনতে পারবেন না বিচারপতি।