Latest News

6/recent/ticker-posts

Ad Code

DA hike for teachers: অবশেষে DA বাড়ছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের!

DA hike for teachers: অবশেষে DA বাড়ছে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের!


indian currency



বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়তে চলেছে। জানাযাচ্ছে ‘এরিয়ার’ বা বকেয়া অর্থ হিসেবে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা কত টাকা পাবে, তা নিয়ে হিসাবপত্র করা হচ্ছে।


অর্থাৎ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়তে চলেছে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকদের। সেইসঙ্গে অশিক্ষক কর্মচারীদেরও ডিএ (Dearness Allowance) বাড়তে চলেছে। শুধু তাই নয়, তাঁদের ‘এরিয়ার’ বা বকেয়া টাকাও দেওয়া হবে। সেই বিষয়ে ইতিমধ্যে পদক্ষেপ করেছে রাজ্য সরকারের শিক্ষা দফতর, এমনটাই খবর।


ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ডিএ বৃদ্ধির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে বিহার সরকার। যে সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ডিএ বাড়ানো হবে। সেইসঙ্গে তাঁদের বকেয়া অর্থও প্রদান করবে সরকার।


ওই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪ শতাংশ থেকে ৩৮ শতাংশ এবং ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩৪ শতাংশ থেকে ৪২ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতার পার্থক্যের গণনা করা হচ্ছে।


তবে কবে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে এবং কবে থেকে তাঁরা বর্ধিত হারে ডিএ পাবেন, তা অবশ্য এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, শীঘ্রই ডিএ ঘোষণা করা হতে পারে ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code