boycotbangladesh: চীনের মতন এবার বাংলাদেশকেও বয়কটের ডাক ! 

boycotbangladesh


গোটা বিশ্বকাপে এক ম্যাচেও হারেনি ভারত‌। বিশ্বকাপে অপরাজেয় ভারতীয় ক্রিকেট টিমের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনালে ঘটে ছন্দ পতন। অস্ট্রিলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে এই পরাজয়ে অস্ট্রেলিয়া যতটা খুশি তার থেকে বেশি খুশি বাংলাদেশের একটা বড় সংখ্যক ক্রিকেট প্রেমী।


ভারত ফাইনালে হারবার পর থেকেই স্যোসাল মিডিয়া জুড়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ভারতীয় ক্রিকেট টিমকে ব্যঙ্গ করে মিমের বন্যা হতে থাকে।


বাংলাদেশের এই আচরণ মেনে নিতে পারছে না ভারতের ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশকে বয়কটের ডাক দিচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। যেভাবে চিনকে বয়কটের ডাক দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই স্যোসাল মিডিয়ায় boycotbangladesh হ্যাশট্যাগে দাবী উঠেছে বাংলাদেশকে বয়কটের।


এদিকে কোচবিহারের বিখ্যাত রাসমেলায় প্রতিবছরের মতন এবছরও আসতে চলেছে বাংলাদেশের বিভিন্ন পন্য নিয়ে বিভিন্ন দোকানি। অনেকে দাবী জানাচ্ছেন বাংলাদেশী পণ্য বয়কটের। আবার কেউ দাবী তুলছেন বাংলাদেশের থেকে আসা দোকানের সামনে প্রতিবাদ জানানোর।


ভারতের হারে বাংলাদেশের ব্যঙ্গের জবাবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের পরবর্তী পদক্ষেপের দিকে নজর তো থাকবেই তবে এরূপ ব্যঙ্গের জবাবে কি ঘটে এখন তাই দেখার!