মুক্তির আলো, ৪০০ ঘন্টা লড়াই শেষে উদ্ধার ৪১ শ্রমিক
অবশেষে ১৭দিন বাদে লড়াই শেষ। জয়ের হাসি বরণ করে সুড়ঙ্গ থেকে উদ্ধার হল ৪১জন শ্রমিক। উত্তরকাশীতে টানেলে আটকে থাকা ৪১ শ্রমিককে উদ্ধার করা হল। ১৭দিন ধরে টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে নানাবিধ চেষ্টা চালালেও বারে বারে নানান বাঁধার সম্মুখীন হচ্ছিল উদ্ধারকারীরা। অবশেষে এবার সফলভাবে শেষ হয়েছে উদ্ধার কাজ।
সুড়ঙ্গে মুক্তির অপেক্ষায় ছিল বাংলার ৩ শ্রমিকও। ৪১ জন শ্রমিকই সুরক্ষিত আছেন, দাবি উদ্ধারকারী টিমের। উদ্ধারকারী টিমের সামনে জয় মাতা দি ধ্বনি শ্রমিকদের। সুড়ঙ্গের সামনে লাগানো হয়েছে অ্যাম্বুল্যান্স। টানেলের সামনে পরিবারের লোকজন অধীর আগ্রহে অপেক্ষায় পরিবারের মানুষের জন্য। পাশাপাশি ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ।
Rat Hole Mining। ইঁদুরের মতো গর্ত করে টানেলের ভেতর প্রবেশ করেছিলেন উদ্ধারকারীরা। একেবারে প্রথাগথ শাবল গাঁইতি দিয়ে ছোট গর্ত করে একটা সময় খনিতে এভাবে প্রবেশ করা হত। সেই প্রক্রিয়াটাই প্রয়োগ করা হয়েছিল। আর তাতেই সফলতা আসলো। উদ্ধারের সাথে সাথেই জয়ের হাসি ভারতীয়দের মনে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊