World Teachers Day: আজ বিশ্ব শিক্ষক দিবস
আমাদের দেশে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয়, কিন্তু ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস (world teachers day) হিসাবে উদ্যাপিত হয়। আজ ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস (world teachers day)।
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস (world teachers day)। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস (world teachers day) শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে।
এই দিন (world teachers day) বিশ্বব্যাপী শিক্ষকদের ধন্যবাদ জানাতে, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের পরিশ্রম ও সহযোগিতার জন্য সম্মান দিতে এবং বিশ্বব্যাপী শিক্ষকদের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করা হয়।
বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি (world teachers day) পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল (Education International - EI) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।
আজ বিশ্বের যে সমস্ত দেশে শিক্ষক দিবস (world teachers day) পালন করা হচ্ছে- আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বুলগেরিয়া, ক্যামেরুন, এস্তোনিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, ম্যাকেডুনিয়া, মালদ্বিপ, মরিশাস, রিপাবলিক অফ মলদফ, মঙ্গোলিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কুয়েত, কাতার, রোমানিয়া, রাশিয়া, সার্বিয়া, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি। মোট ২৫ টি দেশ ৫ অক্টোবর শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊