Sikkim Floods: প্রবল বৃষ্টিতে দিশেহারা হাতির পাল জঙ্গল থেকে শহর মুখি
মঙ্গলবার অতি ভারী বৃষ্টির কারণে কার্যত স্বাভাবিক জনজীবন অচল হয়ে পড়েছিল জলপাইগুড়ি জেলা জুড়েই, তার ওপর সিকিমের বিপর্যয়ের কারণে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সাড়া দিন বন্যার আশঙ্কা নিয়েই কাটে জলপাইগুড়িবাসীর।
এরপর রাত হতেই দেখা দেয় হাতির আতঙ্ক, প্রবল বৃষ্টিতে দিশেহারা হাতির পাল শহর সংলগ্ন বৈকুন্ঠপুর বনাঞ্চল থেকে রোজকারের মতো তিস্তা নদী পেরিয়ে যেতে না পারায় বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দিকে অগ্রসর হতে শুরু করে।
শহর মুখি হাতির পাল এমন খবর পেয়েই বোদাগঞ্জ রেঞ্জের বন কর্মীরা রাতেই হাতির গতিবিধি পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু করে।
রাত নটা নাগাদ প্রায় সাতটি হাতিকে বারো পেটিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের কাছাকাছি একটি মাঠে অবস্থান করতে দেখা যায়। এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জলপাইগুড়ি শহর মাত্র কয়েক কিলোমিটার।
যে কারণে বন্যার আশঙ্কা কিছুটা দুর হতেই হাতির আতঙ্ক ছড়িয়ে পরে জলপাইগুড়ি গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সহ ডেঙ্গুয়া ঝাড় চা বাগান এবং জাতীয় সড়ক সংলগ্ন গোসালা মোড় প্রভৃতি এলাকায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊