Weather Update: বৃষ্টিতে মাটি হবে পূজা ! কী বলছে আবহাওয়া দপ্তর ? 

Weather Update



শুরু হলো দেবীপক্ষ, বাজলো শাঁখ, আগামনী বার্তায় ধ্বনিত হচ্ছে মাতৃবন্দনা। আগামী ২০ অক্টোবর, ২ কার্ত্তিক, শুক্রবার মহাষষ্ঠী । মূলত সেদিন থেকেই বাঙালির দুর্গাপূজা শুরু। তবে আজও আকাশে কালো মেঘ, কোচবিহার জেলায় গতকাল রাত থেকেই বৃষ্টি হয়েছে। ফলে দুশ্চিন্তায় রয়েছেন অনেকেই।

আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ পূজার সময় কেমন থাকবে আবহাওয়া তা জানিয়েছে। পূজায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু তা আজ জানিয়ে দিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া বিভাগের খবর অনুসারে কোচবিহারে ১৪ থেকে ১৮ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

আলিপুরদুয়ারে ১৪ থেকে ১৭ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

জলপাইগুড়িতে ১৪ ও ১৫ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

উত্তর দিনাজপুরে ১৪ থেকে ১৬ ও ১৮ অক্টোবর বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।

তবে আজ উত্তরবঙ্গের জেলা গুলির জন্য দুর্গা পূজাকালীন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে দক্ষিন পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ের পার্শবর্তী পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু জেলা থেকে অপসারিত হয়েছে। তাই আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে ১৭ অক্টোবর থেকে ২০ তারিখ পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পং জেলার কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।