WBPSC recruitment 2023: পিএসসি মিসলেনিয়াস পদে চলছে আবেদন গ্রহন, এখনি আবেদন করুন 


Job WBPSC

WBPSC JOB UPDATE: 

West Bengal Public Service Commission এর অধীনে মিসলেনিয়াস পদে নিয়োগের আবেদন গ্রহন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন এবং শূন্যপদ গুলির জন্য আবেদন করতে পারবেন। গত ৫ই অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলবে ২রা নভেম্বর ২০২৩ পর্যন্ত।



প্রার্থীর বয়স 1 জানুয়ারী, 2023 তারিখে 20 বছরের কম কিন্তু 39 বছরের বেশি হওয়া উচিত নয়। আবেদন ফি ₹160। পশ্চিমবঙ্গের SC/ST প্রার্থী এবং বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তিদের (PwBD) 40% বা তার বেশি শারীরিক অক্ষমতা রয়েছে তাদের কোনো ফি দিতে হবে না।



যেকোনো শাখায় স্নাতক হলেই এই পদে গুলির জন্য আবেদন করা যাবে। পাশাপাশি প্রার্থীকে বাংলা বা নেপালি ভাষা জানতে হবে। তবে মোট শুন্যপদের সংখ্যা এখনও জানা যায়নি। খুব শীঘ্রই মোট শুন্যপদের সংখ্যা জানা যাবে বলে খবর। বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন: CLICK HERE FOR OFFICIAL NOTIFICATION