মহালয়া উপলক্ষে সৌমিতা সাহার 'রূপং দেহি'-তে থাকছে নারী শক্তির উদযাপন
বাঙালির প্রাণের উৎসব আসন্ন, প্রস্তুতি চলছে পুরো দমে। দুর্গা পুজো মানেই নতুন জামা, নতুন সাজ, অনেক আনন্দ সাথে নতুন গান। বাংলার শিল্পীরা এই সময় প্রকাশ করেন নতুন গান। দুর্গা পূজা উপলক্ষে মেলতুনেস রেকর্ডসের নিবেদন সৌমিতা সাহার কণ্ঠে "রূপং দেহি"।
মহালয়া উপলক্ষে সৌমিতা সাহার কণ্ঠে প্রকাশ পেতে চলেছে " "রূপং দেহি"। নিজের সুরে ও সংগীত নির্দেশনায় সৌমিতার কণ্ঠে দুর্গা সপ্তশতী প্রকাশ পেতে চলেছে ১৩ই অক্টোবর মেলেটিউনস রেকর্ডস থেকে। এই দুর্গা সপ্তশতীর ভিডিও তে দেবীর রূপ বর্ণনার সাথে সামঞ্জস্য রেখে তুলে ধরা হয়েছে চিকিৎসক থেকে শেনা বাহিনীতে থাকা নারীর পরাক্রম ও সমাজ কল্যাণের দিক। 'বিধেহি দ্বিষতাং নাশং বিধেহি বলমুচ্চকৈঃ ' এর সাথে ফুটে উঠেছেন ম্যারি কম। " বিদ্যাবন্তং যশস্বন্তং " অংশে ফুটে উঠেছে মঙ্গল জান টীমের কৃতি বৈজ্ঞানিকের মুখ।
সমস্ত কিছু কে মাথায় রেখে সৌমিতার " রূপং দেহি " পেয়েছে এক ভিন্ন মাত্রা। যেখানে দেবী বন্দনা আর নারী শক্তির উদযাপন মিলে মিশে একাকার। দুর্গা সপ্তশতীর বিশয়ে শিল্পী জানান " আমি কিছু পাশ্চাত্য সংগীতের উপড় নিজস্ব কম্পোজিশনে কাজ করছিলাম, পাশাপশি মন দিয়েছিলাম দুর্গা সপ্তশতীর কাজে। প্রথমে মনে হয়েছিল দুটো ভিন্ন মেরুর কাজ পাশাপাশি কেমন করে হবে! পরে বুঝেছি, যিনি আদি সৃষ্টির তার বন্দনার পাশাপশি অন্য কোনও সৃষ্টিশীল কাজ কখনওই অসুবিধা জনক হতে পারেনা। " উলেক্ষ্য সৌমিতার লেখা ও সুরে প্রকাশ পেয়েছে তার প্রথম ইংরাজি গান " স্যাভেজ সাইড " ও খুব শিগগির প্রকাশ পেতে চলেছে " প্লে দা টিউন "।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊