Rajiv Sinha: বিপাকে রাজ্য নির্বাচন কমিশনার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারি আদালতের




আদালত অবমাননার দায়ে রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার নামে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। আগামী ২৪শে নভেম্বর নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে স্বশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজীব সিনহার বিরুদ্ধে রুল জারি করলো প্রধান বিচারপতি।



কিছুদিন আগেই রাজ্যে হয়েছে পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় রুল জারি আদালতের।




তড়িঘড়ি দায়িত্ব নেওয়ার পরেই পঞ্চায়েত নির্বাচন ঘোষনা আর তারপর মনোনয়ন থেকে ভোট গ্রহন সব ক্ষেত্রেই একাধিক প্রশ্ন ওঠে নির্বাচন কমিশনের ভূমিকায়। এমনকি কেন্দ্রীয় বাহিনী নিয়েও জল গড়ায় আদালতে। প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানোর নির্দেশ দেয় আদালত। এর মধ্যেই, রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশ না মানায় আদালত অবমাননার অভিযোগ তুলে মামলা করেন শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি। সেই মামলাতেই এই নির্দেশ আদালতের।