Gill-Sara: গিলের হাফসেঞ্চুরিতে সারার উল্লাস, ভাইরাল নেট দুনিয়ায় 

Gill and sara



ভারতীয় দলের ওপেনার শুভমিন গিল পুনেতে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে নিজের প্রথম ওডিআই হাফ সেঞ্চুরি করলেন। বাংলাদেশের বিরুদ্ধে ৫৬ বলে ৫৩ রানের ইনিংস গড়েন গিল। তার ঠিক গত ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে অভিষেক ঘটে গিলের। ভারতীয় ওপেনার শুভমান গিল ও কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের প্রেমের গুঞ্জন নিয়ে জোর চর্চা চলে সোশ্যাল মিডিয়ায়।



ভারতীয় ওপেনার শুভমান গিল ও কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা রয়েছে। দুজনের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যে মুখর থাকেন নেটিজেনরা। গিলের ব্যাটিংয়ের সময় তাই তো ক্যামেরা ঘুরে-ফিরে সারাকে খুঁজে নেয়। বাংলাদেশ-ভারত ম্যাচে চলতি বিশ্বকাপের প্রথম ফিফটি পেয়েছেন গিল। এ সময় গ্যালারিতে উচ্ছ্বসিত সারাকে তালি দিতে দেখা যায়। আর এই দৃশ্য সামনে আসতেই ফের জোর চর্চা নেট দুনিয়ায়।



ম্যাচ চলাকালীন এটি প্রথম ঘটনা ছিল না যখন সারাকে ভারতীয় ব্যাটারের শোয়ের প্রশংসা করতে দেখা গেছে। ভারতের ব্যাটিংয়ের প্রাথমিক পর্যায়েও, যখন গিল বাউন্ডারি হাঁকান, সারা তখনও উল্লাস করেছিলেন। সারা এবং গিল ঘনিষ্ঠ বন্ধু এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অপরকে ফলো করে। ভারতের আগের অনেক ম্যাচে ভক্তরা সারার নাম ধরে গিলকে উত্যক্ত করেছে।