৮২ টি ডিমের বদলে দুই বস্তা ধান ! তুলকালাম ভেটাগুড়িতে

man on road



মিলে ধান ভাঙ্গাতে নিয়ে যাওয়ার সময় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে গন্ডগোলের জেরে একজনকে আটক করলো দিনহাটা থানার পুলিশ। ধৃত ওই বিজেপি কর্মীর নাম গৌতম সেন। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে দিনহাটায় ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির ব্রহ্মাণীর চৌকি এলাকায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ির ব্রহ্মাণীর চৌকি এলাকার তৃণমূল কর্মী কোকিলা বিবি তার ভাইয়ের ছেলে মিজানুর হককে দিয়ে মিলে ধান ভাঙ্গাতে পাঠায়। মিজানুর যখন মিলের দিকে যায় সেই সময় কতিপয় বিজেপি কর্মী তার পথ আগলে ধরে বলে অভিযোগ। এছাড়াও অভিযোগ উঠেছে, তার কাছ থেকে ধান ছিনতাই করা হয়। বিষয়টি নিয়ে বেশ গন্ডগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ গৌতম সেন নামে এক বিজেপি কর্মীকে আটক করে। ওই বিজেপি কর্মী ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য রতিমা সেনের স্বামী।

গৌতম সেনের এই বিষয়ে একটি ভিডিও স্যোসাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে বলতে শোনা যায় ৮২ টি ডিম যে ভাঙ্গা হয়েছে তার ক্ষতিপূরণ কে দেবে? আর তারপরই ধানের দুটো বস্তা পথচলতি এক টোটো গাড়িতে করে নিয়ে যায় তিনি।

এ বিষয়ে কোকিলা বিবি দিনহাটা থানায় পুলিশের কাছে দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। বিজেপির তরফ থেকে অবশ্য বিষয়টি ভিত্তিহীন বলে অভিহিত করা হয়েছে। বিজেপি নেতা তথা ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপকচন্দ্র বর্মন বলেন, ওখানে ধান ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। বিষয়টি নিয়ে রাজনৈতিক রং লাগিয়েছে তৃণমূল। আমরা শান্তি চাই। তৃণমূল পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। যাকে পুলিশ তুলে নিয়ে এসেছে, তিনি নির্দোষ। আর যিনি অভিযোগ জানিয়েছেন তার ধান ছিল না।