Rules Changing from 1 Nov 2023: ১ নভেম্বর থেকে বদল আসছে একাধিক বিষয়ে, জানুন বিস্তারিত
শেষ অক্টোবর শুরু হচ্ছে নভেম্বর। নতুন মাসের প্রথম দিন থেকেই পরিবর্তন হচ্ছে একাধিক বিষয়। ফলে আর্থিক পরিবর্তন ঘটবেই। যেমন পরিবর্তন হতে পারে রান্নার গ্যাসের দাম তেমনি পলিসি থেকে শুরু করে একাধিক পরিবর্তন আসতে পারে। আর এই আর্থিক পরিবর্তনে টান পড়বে সাধারন মানুষের পকেটেও।
এদিকে নভেম্বর মাসে প্রায় ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক। ধনতেরাস, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজো ইত্যাদির উৎসবের পাশাপাশি শনিবার ও রবিবার সব মিলিয়ে প্রায় ১৫দিন ছুটি। ফলে ব্যাঙ্কিং কোনো কাজ থাকলে তার তালিকা দেখে সেড়ে নেওয়াই ভালো।
সাধারনত প্রতি মাসের পরিবর্তন হয় গ্যাসের দাম। এলপিজি, পিএনজি এবং সিএনজির দাম নির্ধারণ হয় মাসের প্রথম দিন। ফলে একটা পরিবর্তন আশা করে সকলেই। কখনও কখনও অপরিবর্তিত থাকে। তবে এই মাসে সরকার দাম বৃদ্ধি করলে সাধারণ মানুষ উৎসবের ঠিক আগে সমস্যায় পড়বেন।
কেন্দ্রীয় সরকার HSN 8741 ক্যাটাগরির ল্যাপটপ, ব্যক্তিগত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক আইটেম আমদানিতে ছাড় দিয়েছে। এখন নভেম্বরে কি পরিবর্তন আসছে তা জানা যায়নি।
ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে তার লেনদেনের ফি বাড়তে পারে। সম্প্রতি বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসই এমনটাই জানিয়েছে। এই চার্জগুলি S&P BSE সেনসেক্স অপশনে আরোপ করা হবে, যা খুচরো বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি প্রভাবিত করবে।
যদি আপনার এলাইসি পলিসি থাকে LIC পলিসি রিভাইভাল ক্যাম্পেইনের মাধ্যমে ৩১শে অক্টোবরের মধ্যে তা চালু করতে পারবেন। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতে,এই বিশেষ প্রচারে লেট ফিতে 30 শতাংশ ছাড় আছে। 1 লক্ষ টাকার প্রিমিয়ামের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হচ্ছে। যেখানে 1 লক্ষ থেকে 3 লক্ষের মধ্যে, 30% ছাড় পাওয়া যায় অর্থাৎ সর্বাধিক 3500 টাকা এবং 3 লক্ষের বেশি 30% ছাড় পাওয়া যায় অর্থাৎ 4000 টাকা পর্যন্ত।
ফলে প্রতি মাসের শুরুটা যে বেশ গুরুত্বপূর্ণ তাই বুঝতে আর বাকি নাই। পরিবর্তন গুলি আপনার পকেটে জোয়ার ভাটার মতো হতে পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊