PCB: বিশ্বকাপের মাঝেই প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম উল হক
বড় খবর। চলছে বিশ্বকাপ আর বিশ্বকাপের মাঝেই প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করলেন ইনজামাম উল হক। পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্বকাপের মঞ্চে প্রায় বিদায়ের মুখে পাকিস্তান। এই পরিস্থিতিতে স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে ইনজামামের বিরুদ্ধে। এরপরেই পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম।
বিশ্বকাপের শুরুটা ভালোই করেছিল পাকিস্তান। দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচ থেকেই শুরু হয় ছন্দপতন। নাগাড়ে চার ম্যাচে হার। দিনকয়েক আগেই পাকিস্তান বোর্ডের তরফে দলের হতশ্রী পারফরম্যান্সের মাঝেও সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধ করা হয়েছিল। এমনকি অধিনায়ক বাবর ও প্রধান নির্বাচক ইনজামামকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে দল গঠনে এমনটাই জানায় পিসিবি।
সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড নামক এক কোম্পানির শেয়ারহোল্ডার রয়েছেন ইনজামাম। এই কোম্পানির মালিক তালহা রহমানি আবার বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদির মতো শীর্ষস্তরের ক্রিকেটারদের এজেন্টও। ফলে ওঠে স্বার্থের সংঘাত। এর জেরেই পদত্যাগ করে ইনজামাম। পাকিস্তান বোর্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় যে পুরো ঘটনার তদন্তের জন্য পাঁচ জনের একটি বোর্ড গঠন করা হয়েছে।
পিসিবির তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, 'মিডিয়ার তরফে স্বার্থের সংঘাত এবং তার ফলে দল বাছাই প্রক্রিয়া প্রভাবিত হওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে পাঁচ সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গোটা বিষয়টি তদন্ত করার পর পিসিবিকে একটি রিপোর্ট জমা দেবে এবং কোনও পরামর্শ দিলে সেটাও শোনা হবে।'
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊