নিজে দাঁড়িয়ে থেকে নর্থ ইস্ট এক্সপ্রেসের যাত্রীদের বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করলেন পার্থ প্রতীম রায় 

পার্থ প্রতীম রায়



গতকাল রাতে বিহারের রঘুনাথপুরে দুর্ঘটনাগ্রস্থ আনন্দবিহার-কামাক্ষ্যা নর্থ-ইষ্ট এক্সপ্রেসের যাত্রীরা নিউকোচবিহার স্টেশনে আজ সন্ধ্যায় এসে পৌঁছায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের মোট ১২৮ জন যাত্রীকে বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিলো। স্বয়ং NBSTC এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় নিউ কোচবিহার স্টেশন থেকে বাসে করে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করেন, যাত্রীদের হাতে জল-টিফিনও তুলে দেন।



প্রসঙ্গত গতকাল বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনে লাইনচ্যুত হয় নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। জানা গিয়েছে, ট্রেনটির ২১টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এদিকে ট্রেনের তিনটি এসি কামরার মধ্যে দু'টি ছিটকে পড়ে গিয়েছিল লাইনে। জানা গিয়েছে, ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে চলছিল। এই ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।






দুর্ঘটনার জেরে ব্যহত রেল পরিষেবা। বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নয়াদিল্লি-হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনেরই পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।






আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা জংশনের মধ্যে চলাচল করে ১২৫০৬ নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়ায়। ঘটনার পরেই উদ্ধার কার্যে হাত লাগিয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।