Nobel Prize in Chemistry: রসায়নে নোবেল জয় তিন বিজ্ঞানীর
সোমবার চিকিৎসাশাস্ত্র ও মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেলজয়ীদের নাম ঘোষণা করারং পর আজ রসায়নে নোবেল প্রাপকের নাম ঘোষনা করলো নোবেল কমিটি। কোয়ান্টাম বিন্দুর (Quantum dots) আবিষ্কার এবং পরীক্ষা নিরীক্ষার জন্য তিন রসায়ন বিজ্ঞানী মৌঙ্গি জি বাওয়েন্ডি, লুইস এস ব্রুস ও আলেক্সেই আই একইমভ নোবেল পুরস্কার বিজয়ী হল।
ন্যানো টেকনোলজির গুরুত্বপূর্ণ বিষয় কোয়ান্টাম বিন্দু। পদার্থবিদ মার্ক রিড প্রথম এর নামকরণ করেছিলেন। ব্রুস ও একিমভ আলাদা আলাদা ভাবে কোয়ান্টাম ডটস সৃষ্টি করেছেন। আর এর রাসায়নিক উৎপাদনে বিরাট অবদান রেখেছেন বাওয়েন্ডি। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস তিন বিজয়ীর নাম ঘোষণা করেন আজ।
আগামীকাল সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে, এরপর শান্তি পুরস্কার এবং পরেরদিন অর্থনীতি পুরস্কার। নোবেল পুরস্কার 10 মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় $900,000) নগদ পুরস্কার প্রদান করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊