Breaking News: ফের কমলো গ্যাসের দাম, স্বস্তি গ্রাহকদের
বিরাট চমক! প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম একধাক্কায় কমানো হল সিলিন্ডারপ্রতি ৩০০ টাকা। সামনে লোকসভা নির্বাচন। আর তার আগে চমক দিয়ে গ্যাসের দাম কমালো কেন্দ্র।
আগস্ট মাসের শেষে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। আর উজ্জ্বলা যোজনার (Ujwala Yojona) গ্যাসে বাড়তি ২০০ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এবার উজ্জ্বলার সেই বাড়তি ছাড় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ২০০ টাকার বদলে ছাড় করা হচ্ছে ৩০০ টাকা। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে কিছুটা হলেও স্বস্তি পেল গ্রাহকরা।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানান, উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে বাড়তি ছাড় ২০০ টাকার বদলে ৩০০ টাকা করা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে উজ্জ্বলা যোজনার আওতায় ভরতুকির পরিমাণ হচ্ছে ৫০০ টাকা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊