আদালতেই সংজ্ঞা হারালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
আদালতেই সংজ্ঞা হারালেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার সকাল থেকে টানা তল্লাশীর পর শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। বাড়ি থেকে সিজিও কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পর তার শারীরিক চেক আপ করানো হয়। আজই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে পেশ করে ইডি। তখন বিকেল পাঁচটা নিজের শারীর িক অসুস্থতার কথা আদালতে জানাচ্ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তখনই আদালতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।
এদিন আদালতে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক সুগার, কিডনির সমস্যার কথা জানান। চিকিৎসকের পরামর্শমতো প্রতিদিন ১০ হাজার পা হাঁটতে হয় তাঁকে। সেকথা বিচারককে জানিয়ে চেয়ারে বসতে গিয়ে আদালত চত্বরেই অসুস্থ হয়ে পড়েন। চেয়ারে বসতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। করেন বমিও। মেয়ে চিকিৎসক হওয়ায় আদালতেই শুরু হয় তাঁর চিকিৎসা। এরপর আদালতের নির্দেশে কলকাতা পুলিশের অ্যাম্বুল্যান্সে আলিপুরের কম্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় মন্ত্রীকে।
আদালতের নির্দেশ ,২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। জোকায় দীর্ঘক্ষন ধরে শারিরীক পরীক্ষার পর আজকেই আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডির (Enforcement Directorate) তরফে দাবি করা হয়, রেশন দুর্নীতিতে যুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। জিজ্ঞাসাবাদের অসহযোগিতা করার অভিযোগ এনে তাঁর থেকে তদন্তের প্রয়োজনে একাধিক তথ্য পেতে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি (Central Investigating Agency)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊