Jyotipriyo Mullick: জ্যোতিপ্রিয় মল্লিককে ইডি হেফাজতের নির্দেশ আদালতের

Breaking News



বৃহস্পতিবার কাকভোরে ইডির হানা পড়ে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। প্রায় ২০ ঘন্টা তল্লাশির পর গ্রেফতার করা হয় মন্ত্রীকে। নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখান থেকে জোকায় নিয়ে গিয়ে শারিরীক পরীক্ষার পর পেশ করা হয় আদালতে। আজ আদালত মন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ দেন।

৪৫ মিনিটের টানটান বিচারপর্বে যুক্তি-পাল্টা যুক্তির পরে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mullick) আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফজাতের (ED Custody) নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আর বিচারক তনুময় কর্মকারের নির্দেশ শুনে আদালতেই অজ্ঞান হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী।

আদালতের নির্দেশ ,২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল। বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, নির্দেশ বিচারকের। জোকায় দীর্ঘক্ষন ধরে শারিরীক পরীক্ষার পর আজকেই আদালতে পেশ করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডির (Enforcement Directorate) তরফে দাবি করা হয়, রেশন দুর্নীতিতে যুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। জিজ্ঞাসাবাদের অসহযোগিতা করার অভিযোগ এনে তাঁর থেকে তদন্তের প্রয়োজনে একাধিক তথ্য পেতে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি (Central Investigating Agency)। আদালত মন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ দেন।