ITBP Recruitment: ITBP-তে একাধিক শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত 

ITBP JOB


ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) কনস্টেবল (জেনারেল ডিউটি) পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন। www.itbpolice.nic.in - এ গিয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন। মোট ১২৫টি শূন্যপদে নিয়োগের জন্য ৫ই অক্টোবর ইন্টারভিউ হবে বলে জানা গেছে।



প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণি পাস হতে হবে। সর্বনিম্ন বয়স সীমা 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা 37 বছর। আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি দেখে নিন। 



ITBP নিয়োগ 2023-এর জন্য বেতন স্কেল
বেতন স্কেল:- বেতন লেভেল-3 (টাকা 21,700-69,100)

ITBP নিয়োগ 2023-এর জন্য ফি বিশদ
কত  ফি লাগবে
বিভাগ ফি
GEN/UR/OBC/EWS:- 100 টাকা
ST/SC:- নেই