Earthquake: কেঁপে উঠলো ধরনী, রিখটার স্কেলে মাত্রা ৬.২

Earthquake



ভূমিকম্প! কেঁপে উঠলো দেশের রাজধানী। আজ বেলা ২টা ৫১ নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লী। জানা গেছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল। 



ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার কিলোমিটার গভীরে।



এদিনের এই কম্পনে দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও কেঁপে ওঠে। নেপালে 6.2 মাত্রার ভূমিকম্পের পরে দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, উত্তর ভারতের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে। 


National Centre for Seismology জানিয়েছে, "Earthquake of Magnitude:6.2, Occurred on 03-10-2023, 14:51:04 IST, Lat: 29.39 & Long: 81.23, Depth: 5 Km ,Location:Nepal," (ভূকম্পনের মাত্রা: ৬.২, ঘটেছে ৩রা অক্টোবর, ১৪:৫১:০৪ ( দুপুর ২টা ৫১মিনিট ৪সেকেন্ডে), এলএটি: ২৯.৩৯ এবং লং ৮১:২৩, গভীরতা: ৫ কিঃমিঃ, লোকেশন : নেপাল) 


এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হতেই আতঙ্কিত হয়ে পড়ে অনেকেই।