Latest News

6/recent/ticker-posts

Ad Code

Durga Puja: পুজোয় যানজট এড়াতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Durga Puja: পুজোয় যানজট এড়াতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Mamata Banerjee


পুজোয় যানজট নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। সোমবার ভার্চুয়ালি কলকাতার দুর্গাপূজা গুলির উদ্বোধন করার সময় পুজোর সময় যানজট ও সাধারনের অসুবিধা দূর করতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানিয়ে দিলেন, ভিআইপিদের জন্য যেন রাস্তা বন্ধ না করা হয়। আর তা যদি হয়, তবে কড়া ব্যবস্থা নেবেন খোদ মুখ্যমন্ত্রী।



মুখ্যমন্ত্রীর কথায়, “কেউ কেউ ভিআইপি লালবাতি জ্বালিয়ে ঠাকুর দেখতে বের হয়। আমি কাউকে বারণ করছি না, কিন্তু তাঁদের জন্য কোনও রাস্তা বন্ধ করা না হয়। যদি তা হয় আর আমি যদি দেখতে পাই তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব।”



পুজোর সময় যানজট এড়াতে এর আগে শ্রীভূমির পুজোর উদ্যোক্তা তথা মন্ত্রী সুজিত বসুকে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যানজট এড়াতে কড়া ব্যবস্থা না নিলে সুজিত বসুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code