ICC ODI World Cup 2023: বিশ্বকাপের থিম সং-এ ঝড় তুললেন যুবেন্দ্রর স্ত্রী ধনশ্রী ও রণবীর 

WC theme song


আর বাকি দুই সপ্তাহ আর তারপরেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবার একক ভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। বুধবার মুক্তি পেল বিশ্বকাপের অ্যান্থেম। ওয়ান ডে এক্সপ্রেসের মধ্যে জমিয়ে নাচলেন রণবীর সিংহ (Ranveer Singh) ও ধনশ্রী (Dhanashree)।



অস্ট্রেলিয়া সিরিজে জায়গা হয়নি যুবেন্দ্র চাহালের, বিশ্বকাপের একাদশে সুযোগ নিয়ে রয়ে গেছে প্রশ্নচিহ্ন। এদিকে রণবীরের সঙ্গে বিশ্বকাপ অ্যান্থেমে নজর কাড়লেন যুবেন্দ্রর স্ত্রী ধনশ্রী‌। ২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। এবারের থিম সংয়ের নাম দিল জশন বোলে।



দেখা যায় ওয়ান ডে এক্সপ্রেস নামের একটি ট্রেনে ধনশ্রী ও রণবীর নাচছেন তার মিলিয়ে। রণবীরকে দেখেই ট্রেনের সওয়ারিরা উচ্ছ্বসিত। ব্যতিক্রম এক কিশোর। কিশোর পুরোপুরি চুপচাপ, তবে কেন? রণবীর জানতে চাইলে কিশোর জানায় ফ্যান হতে কি লাগে? তখন গানের তালে তালে কিশোরকে বোঝায় রণবীর। ট্রেনের ছাদে গাইছেন, বাজাচ্ছেন সুরকার প্রীতম।


'Dil Jashn Bole!' – The Official CWC23 Anthem

DIL JASHN BOLE! #CWC23 Official Anthem arriving now on platform 2023 📢📢 Board the One Day Xpress and join the greatest cricket Jashn ever! 🚂🥳 Credits: Music - Pritam Lyrics - Shloke Lal, Saaveri Verma Singers - Pritam, Nakash Aziz, Sreerama Chandra, Amit Mishra, Jonita Gandhi, AKASA, Charan Rap Written and Performed by - Charan

Posted by ICC Cricket World Cup on Tuesday, September 19, 2023

৫ই অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। আমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। তার আগেই দিন বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।