WBPSC Miscellaneous Recruitment 2023
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অধীনে মিসলেনিয়াস নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে খুব শীঘ্রই মিসলেনিয়াস পরীক্ষার আবেদন গ্রহন শুরু হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পরামর্শ দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুব শীঘ্রই মিসলেনিয়াস পদে নিয়োগের আবেদন গ্রহন শুরু হবে। রাজ্যের যে সকল প্রার্থী আবেদন করতে আগ্রহী ও পরীক্ষায় বসতে ইচ্ছুক তাঁরা পিএসসির (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করে নেবেন। যে সকল প্রার্থীরা ইতিমধ্যে এনরোল রয়েছেন তাঁদেরও রেজিস্ট্রেশন করতে বলেছে কমিশন। ্প পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in এ গিয়ে নথিভুক্ত করতে হবে প্রার্থীদের।
পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য ও নতুন আপডেট পেতে অবশ্যই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। আবেদন শুরু হতে চলেছে বলে আভাস দিলেও কমিশনের তরফে পরীক্ষা নিয়ে বিস্তারিত কোনোকিছুই জানানো হয়নি। সিলেবাস, পরীক্ষার তারিখ, আবেদন গ্রহনের সময়সীমা কোনো কিছুই জানায়নি কমিশন। তবে শীঘ্রই সব বিষয়ে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊