Job Update: সুখবর! স্নাতক যোগ্যতায় ২০০০ শূন্যপদে নিয়োগে বাড়লো সময়সীমা 


Job news
Job Notification 

SBI Job Update

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্নাতক যোগ্যতায় ব্যাঙ্কিং সেক্টরে কাজের সুযোগ। সম্প্রতি State Bank of India প্রবোশনারি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে গত ২৭শে সেপ্টেম্বর আবেদন করার শেষ তারিখ ছিল। কিন্তু সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত এসবিআই পিও-র ২০০০ শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফর্ম ডাউনলোড করা যেতে পারে।



স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর প্রবোশনারি পদে আবেদন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন প্রাপ্ত যেকোনও বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে চাকরিপ্রার্থীদের। এদিকে স্নাতকের শেষ বর্ষে থাকা পড়ুয়ারাও আবেদন জানাতে পারবেন। বয়সসীমা ২১-৩০ বছর। আগ্রহী ও যোগ্যতা প্রার্থীরা বিস্তারিত জানতে ক্লিক করুন: CLICK HERE




কিভাবে আবেদন করবেন?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট www.sbi.co.in-এ যান।

এরপর, কেরিয়ার পোর্টালে যেতে হবে।

সেখানে RECRUITMENT OF PROBATIONARY OFFICERS-এর লিঙ্কে ক্লিক করতে হবে।

এরপর ক্লিক করতে হবে 'অ্যাপ্লাই অনলাইন' অপশনে।

এরপর ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আবেদন করতে আপনার সমস্ত তথ্য দিন পাশাপাশি ছবি, স্বাক্ষর, হ্যান্ড রাইটিং ও লেফ্ট থাম্ব ইমপ্রেশন আপলোড করতে হবে সেগুলো স্ক্যান করে নেবেন আগেই।

ফর্ম পূরণের পর পেমেন্ট করুন এবং আবেদন প্রিন্ট করে রাখুন।