Mamata Banerjee: স্পেন সফরের দ্বিতীয় দিনে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee at Spain
Mamata Banerjee at Spain With LALIGA President 


১১দিনের স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মোহনবাগান, মহামেডান ও ইস্টবেঙ্গল ক্লাবের তিনকর্তা, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায়। আজ স্পেন সফরের দ্বিতীয় দিনেই চমক। এদিন স্পেনের রাজধানী মাদ্রিদে বহুজাতিক সংস্থার সঙ্গে বৈঠক সারলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়।



বহুজাতিক গোষ্ঠীর সঙ্গে শিল্প ও লগ্নির বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কলকাতা এবং মাদ্রিদ বইমেলা কমিটির মধ্যেও চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানালেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। Tempe Grupo Inditex (ZARA) এর সঙ্গে জোট বেঁধে দিল বাংলায় বস্ত্র শিল্পের প্রসার ঘটবে বলেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এদিন মুখ্যমন্ত্রী লেখেন, 'রোমাঞ্চকর খবর! Tempe Grupo Inditex (ZARA), যারা বস্ত্র ব্যবসায় গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, ব্যবসার পরিধি বিস্তার করছে তারা। বেসরকারি সংস্থার সঙ্গে জোট বেঁধে বাংলায় উৎপাদন হবে। ২০২৩ সালের বড়দিনের আগে বাংলায় শুরু হবে উৎপাদন'।



সোশ্যাল মিডিয়ায় মমতা আরও লেখেন, '২০১৯ সালের বেঙ্গল গ্লোূবাল বিজনেস সামিটের সময় 'ডাউনস্ট্রিম পলিমার এবং প্লাস্টিক ইন্ডাস্ট্রি' শীর্ষক একটি বিভাগ ছিল, তা আমাদেরই সম্মিলিত লক্ষ্যের ফলশ্রুতি ছিল। এই বড় প্রকল্পের জন্য টেম্পে সংস্থা এবং তাদের সহযোগীদের, উপযুক্ত জায়গায় বিশেষ ছাড় দিয়ে ১০০ একর জমি দেব আমরা। PU কারখানার জন্য সবরকমের সহযোগিতা করবে আমাদের সরকার। এটি পশ্চিমবঙ্গর জন্য উন্নত, টেকসই এবং সমৃদ্ধশালী ভবিষ্যতের প্রতিশ্রুতিসম্পন্ন প্রকল্প'।


স্পেন সফরের দ্বিতীয় দিনেই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ দিনের স্পেন সফরে আরও একাধিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 


বাংলার পড়ুয়ারা যাতে স্প্যানিশ ভাষা শিখতে পারে ও এখানকার শিক্ষকরাও যাতে স্প্যানিশ ভাষা শিখতে পারেন স্পেন সরকারের ডিজি স্প্যানিশ ভাষা গুলিয়েরমো এসক্রিবানোর সঙ্গেও বাংলার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ও শিল্প ও বাণিজ্য দফতরের মুখ্য সচিব বন্দনা যাদবের বৈঠক হয়েছে বলে খবর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে আশার আলো দেখছে সকলেই।