wbbpeonline.com শুরু আবেদন, তীব্র অসন্তোষ TET 2023 পরীক্ষার্থীদের মধ্যে 


wbbpeonline.com



পর্ষদ সভাপতি গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, আগামীকাল থেকেই শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা TET-এর আবেদন গ্রহন। ২০২২-এর পর এবার ২০২৩-এও হতে চলেছে প্রাথমিক টেট (WB Primary TET 2023)।


বিজ্ঞপ্তি (WB Primary TET Notification) অনুযায়ী ১৪ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ৭টা থেকে শুরু হচ্ছে আবেদন গ্রহন। আবেদন চলবে ৪ই অক্টোবর মধ্যরাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন ফি জেনারেল প্রার্থীদের ৫০০ টাকা, ওবিসি এ ও বি ৪০০ টাকা, এসসি, এসটি, ডিএসি, ইসি ২৫০ টাকা।

এই বিজ্ঞপ্তি সামনে আসবার পরই অসন্তোষ তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। একদিকে ২০২২ এর টেট পাশ করেও নিয়োগ শুরু হয়নি আবার গতবছরের থেকে এবছর একধাক্কায় অনেকটা বেড়ে গেলো আবেদন ফি। ২০২২ টেট আবেদন ফি যেখানে ছিল ১৫০ টাকা, এবারে ২০২৩ সালে সেটাই ৫০০ টাকা হয়ে গেল। একধাক্কায় ৩৫০ টাকা বেড়ে গেলো ফি। আর তাই তীব্র অসন্তোষ তৈরি হয়েছে চাকরী প্রার্থীদের মধ্যে। যা নিয়ে ইতিমধ্যেই চাকরী প্রার্থীরা ক্ষোভ উগরে দিয়েছেন স্যোসাল মিডিয়ায়। 

প্রসঙ্গত আগামী ১০ ডিসেম্বর এ বছরের টেট পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদের ওয়েবসাইটে বুধবারই প্রকাশিত হয়েছে।