WB ANM-GNM Results: প্রকাশিত হল ANM-GNM পরীক্ষার ফল
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এএনএম ও জিএনএম প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৩শে জুলাই। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ্, পরীক্ষার সাতদিন আগে থেকে অর্থাৎ ১৭ই জুলাই ২০২৩ থেকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা গিয়েছিল। সেই পরীক্ষার ফল প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
২৩শে জুলাই বেলা ১২টা থেকে ১টা ৩০ পর্যন্ত চলে পরীক্ষা। মোট ১০০টি প্রশ্ন ১১৫ নম্বরের পূর্ণমানে হয় পরীক্ষা।
কিভাবে দেখবেন ফল:
প্রথমে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -র অফিশিয়াল ওয়েবসাইটে যান।
এরপর, ANM-GNM বিভাগে ক্লিক করুন।
এরপর, একটা পেজ খুলবে সেখানে নিচের দিকে RANK CARD FOR ANM GNM 2023 -এ ক্লিক করবেন।
এরপর, অ্যাপ্লিকেশন নং ও জন্ম তারিখ দিয়ে সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করলেই দেখা যাবে আপনার মার্কশিট।
আপনার RANK CARD টি ভবিষ্যৎ -এর ডাউনলোড করে রাখুন।
সরাসরি ফল দেখতে ক্লিক করুন: RANK CARD FOR ANM GNM 2023
OFFICIAL website: https://wbjeeb.nic.in
উচ্চ মাধ্যমিক পাস করার পর মেরিট দিয়ে নার্সিং-এ পড়ার দিন শেষ হয়েছে আগেই। এখন West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) -র অধীনে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেই ANM & GNM কোর্সে ভর্তি হতে পারে প্রার্থীরা। এবছরেও ANM & GNM কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়েছে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)। প্রকাশিত হল তারই ফল।
Post a Comment